লেখক : কে. এম. শরীয়াত উল্লাহ
John Kuhles নামের একজন ব্যক্তি সর্বপ্রথম ইন্টারনেটে গুজব ছড়ান যে 5G এর ফলে পাখি মারা যায়। এরপর বলিউডে মুক্তি পায় এই বিষয়ক একটি সিনেমা Robot 2.0। মুলত সিনেমাটি Mohammed Dilawar নামের একজন ব্যক্তি যিনি Bird Man নামে পরিচিত তার জীবনীর উপর ভিত্তি করে করা। আসলেই ৫ জি এর ফলে পাখি মারা যায় কিনা তা যাচাই করা যাক।
Joe Krischvink, বায়োফিজিসিস্ট ও রেডিও ট্রান্সমিশন বিষয়ক গবেষক, ক্যালটেক, জানান,
“Radio wave emissions above 10 MHz from radio transmission antennas (including cell telephone towers) are not known to harm birds,”
“১০ মেগা হার্জের রেডিও তরঙ্গ (সেলফোনের টাওয়ারগুলো সহ) পাখিদের কোনোপ্রকার ক্ষতি করে বলে এখনো জানা যায় নি।”
জার্মানীর একদল গবেষক দেখান AM Frequency তে অতিথি পাখিদের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করে। যদিও তাদের এতে খুব ভালোভাবে প্রভাব পড়ে না। এই ফ্রিকুয়েন্সীতেও পাখিরা ঠিকই অন্য জায়গায় যেতে পারে। সামান্য এই সমস্যার কারণে AM ফ্রিকুয়েন্সীতে কোনো কিছুকে ট্রান্সফার করা Ban করা হয়েছে। তবে বর্তমানে যে সকল ফ্রিকুয়েন্সীতে ডাটা ট্রান্সফার চলে তাতে কোনো সমস্যাই হয় না। তাছাড়া এর উপর ভারতের ও পৃথিবীর বিভিন্ন দেশে নানা সার্ভে হয়েছে। সেখানে এসকল রেডিয়েশনের জোড়ালো কোনো প্রভাব পাওয়া যায় নি।
তাহলে পাখি কমে গেছে কেন? কারণ খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, কীটনাশকের প্রভাব।
তথ্যসূত্র
[1] Audubon.org
[2] Rediff
2 comments on “5G এর ফলেই কি পাখি মারা যাচ্ছে?”
5G এর উপরে গেলে পাখির মৃত্যুর সম্ভাবনা আছে?
এখনো এই ধরণের কোনো গবেষণা আমরা খুজে পাইনি। তবে সাধারণ বিজ্ঞানের হিসাবে এটি মৃত্যু ঘটাবে না। যদিও পাখির দিক খুজে পেতে সমস্যা হতে পারে।