Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

মহাকাশে ঢেকুর তোলা যায় না কেন?

why-cannt-astronaut-burp-in-space

লেখিকা : আবিরা আফরোজ মুনা

বছর দুয়েক আগে টুইটারে নভোচারী ক্রিস হ্যাডফিল্ডকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে নভোচারীরা কি মহাকাশে ঢেকুর তুলতে পারে?

হ্যাডফিল্ড এই ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত করেছেন যে মহাকাশে ঢেকুর তোলার উপায় নেই। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকৌশলী রবার্ট ফ্রস্ট ২০১৬ সালে প্রশ্ন–উত্তরভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম কোরায় লিখেছিলেন,

মহাশূন্যে কেউ ঢেকুর তুললে প্রায়ই ‘ভেজা ঢেকুর’ হয়ে থাকে, কারণ, বাতাসের সঙ্গে কিছু তরলও বেরিয়ে আসে। পৃথিবীতে আমরা যখন ঢেকুর তুলি, পাকস্থলী থেকে মুখ দিয়ে শুধু বাতাস বেরিয়ে আসে। অভিকর্ষজ বলের কারণে তরল কিংবা ভারী খাবারগুলো ওপরে উঠে আসে না বা মুখ দিয়ে বেরিয়ে যায় না। কিন্তু আমরা সবাই জানি যে মহাশূন্যে অভিকর্ষ ত্বরণ শূন্য। অভিকর্ষজ বলের অভাবে পাকস্থলীতে তরল, খাবার ও বাতাস— সব বড়সড় বুদ্‌বুদের মতো ভাসতে থাকে। এমন অবস্থায় যদি ঢেকুর তোলেন তো সবকিছু একসঙ্গে বেরিয়ে আসবে। অন্যভাবে বললে, মহাকাশে ঢেকুর তোলা মানে বমি করা। মানে মহাকাশে ঢেকুর তোলা সম্ভব নয়, বমি সম্ভব!

যা ঢেকুর পৃথিবীতে-ই দিবেন। মহাকাশে ঢেকুর মানে বমি। কি এক অবস্থা হবে চিন্তা করেই দেখুন!

2 comments on “মহাকাশে ঢেকুর তোলা যায় না কেন?”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।