Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

ট্যকিয়ন এআই আর্ট কনটেস্ট

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যেভাবে দিনদিন গ্রো করছে, যারা এর ব্যবহার শিখবে না তারা একসময় বাকিদের থেকে খুব পিছিয়ে পড়বে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা বুঝার জন্য ও একে টুল হিসেবে ব্যবহারে আগ্রহী করার লক্ষ্যে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্ট কনটেস্ট’ আয়োজন করছে ট্যকিয়ন। অংশগ্রহণ করতে পারবেন যে কেউ। কনটেস্টে অংশ নিয়ে লেখা জমা দিন আর জিতুন আকর্ষণীয় পুরষ্কার। কনটেস্ট চলবে ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত। লেখা আমাদের ফেইসবুক গ্রুপে পোস্ট আকারে জমা দিতে হবে।

থিম

  1. Imagine what the cities of future will look like and what prehistoric life used to look like
  2. Imagine the impact of genetic engineering and cyborgs on the future world
  3. Imagine the future of space exploration, terraforming and deep sea exploration
  4. Imagine the realm of Quantum World and Nanotechnology
  5. Imagine the world of microbes and medical breakthrough

অংশগ্রহণের নিয়মাবলী

কারা অংশ নিতে পারবে?

  • প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত।

প্রতিযোগিকে যেসব রুলস ফলো করতে হবে

  1. জেনারেটেড আর্টটি প্রতিযোগীর নিজের হতে হবে, নতুবা এটি বাতিল বলে গণ্য হবে,
  2. আর্টটি ট্যাগসহকারে পোস্ট করতে হবে আমাদের ফেসবুক গ্রুপে। [ ট্যাগ- #AIArt_Tachyon],
  3. পোস্টের শুরুতে আর্টটি তৈরিতে কোন এআই মডেল ব্যবহত হয়েছে (Midjourney, Dall-E, Gemini) সেটির নাম, আমাদের দেওয়া কোন থিমের উপর ছবিটি তৈরি করা হয়েছে এবং যে Prompt ব্যবহার করা হয়েছে সেটাও উল্লেখ করতে হবে।
  4. ক্যাপশানের শেষে অবশ্যই নিজের নাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।
  5. পোস্টের লিংক এই পোস্টের কমেন্টে দিতে হবে,
  6. সেরা আর্টগুলোকে ওয়েবসাইটে ফিচার করা হবে,

পুরষ্কার

  1. লাইক, কমেন্ট এবং শেয়ার এর উপর নির্ভর করবে ৩০% ফলাফল এবং বাকি ৭০% নির্ভর করবে আর্টিস্টের পার্স্পেক্টিভ, প্রম্পট দেওয়ার বিচক্ষণতা ও কল্পনা শক্তির ক্ষমতাকে,
  2. সেরা ৩ জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরষ্কার ও সার্টিফিকে্‌
  3. প্রতিযোগিতাটি আয়োজন ও স্পন্সর করছে ট্যকিয়ন।

আর্ট জমা দেওয়ার সময় শুরু ২০শে জুন, ২০২৪ এবং সময় শেষ ৩০শে জুন, ২০২৪।

সবাইকে শুভকামনা!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।