Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

বিজ্ঞান লেখালিখি কনটেস্ট – ৩

ট্যকিয়ন বিজ্ঞান লেখালিখি কন্টেস্টে অংশ নিয়ে লেখা জমা দিন আর জিতুন আকর্ষণীয় পুরষ্কার। কন্টেস্ট চলবে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। লেখা আমাদের ফেইসবুক গ্রুপে পোস্ট আকারে জমা দিতে হবে।

বিজ্ঞানের নানা বিষয়াবলী নিয়ে ট্যকিয়ন প্রতিবছর আয়োজন করে থাকে বিজ্ঞান লেখালিখি কন্টেস্ট। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয়েছে এ প্রতিযোগিতা। আপনি লিখতে পারেন বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি বিষয়ক নানা টপিকে। কয়েকটি নমুনা টপিক নিম্নরূপ –

  1. কৃত্তিম বুদ্ধিমতা ও নৈতিকতা
  2. ডার্ক ম্যাটারের খোঁজে
  3. কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম টানেলিং ও কোয়ান্টাম টেলিপোর্টেশন
  4. বাংলাদেশে ডেঙ্গুর প্রভাব
  5. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও CRISPR
  6. এলিয়েন, ড্রেক ইকুয়েশন ও ফার্মি প্যারাডক্স
  7. ব্লকচেইন প্রযুক্তি
  8. সুপারকন্ডাক্টর ও এর ব্যবহার
  9. টাইম ক্রিস্টাল
  10. নিউরোসায়েন্স ও Brain-Computer Interfaces
  11. ন্যানোটেকনোলজি
  12. ক্রিপ্টোগ্রাফি ও সিগন্যাল এনক্রিপশন পদ্ধতি
  13. Chaos Theory, Fractal Geometry এবং এর ব্যবহার
  14. The P vs NP Problem ও Computational Complexity
  15. Music Theory এর পিছনের গণিত

এসকল টপিক ছাড়াও বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি বিষয়ক অন্য যে-কোনো প্রসঙ্গে লেখা যাবে। তবে সেক্ষেত্রেও ফর্মেট মোতাবেক সাবমিট করতে হবে।

লেখার নিয়মাবলী

  • লেখা সাবলীল ভাষায় লিখতে হবে। (পপ বেশি হলে সেমি পপ। একেবারে একাডেমিক কায়দায় দিতে নিরুৎসাহিত করা হলো)।
  • লেখা সর্বনিম্ন ৫০০ শব্দের হবে। লেখায় একটি মূল শিরোনাম ও কয়েকটি উপ শিরোনাম যুক্ত করা যাবে। বরং সেটাই উৎসাহিত করা হচ্ছে। লেখার শেষে অবশ্যই শিক্ষার্থীর পূর্ণ নাম বাংলায় ও বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান/পরিচয় উল্লেখ করতে হবে।
  • পোস্টের সাথে সম্পর্কিত এক বা একাধিক স্পষ্ট ছবি যুক্ত করতে উৎসাহিত করা হচ্ছে। ছবি স্কয়ার সাইজের হলে ভালো হয়।
  • লেখায় রেফারেন্স যুক্ত করা বাধ্যতামূলক। রেফারেন্সগুলো অবশ্যই কমেন্টে দিতে হবে।
  • পূর্বে কোথাও প্রকাশিত এমন লেখা দেওয়া যাবে না এবং পুরষ্কার ঘোষণার আগ পর্যন্ত অন্য কোথাও সাবমিট করা যাবে না।
  • সেরাগুলো ম্যাগাজিনের জন্য নির্বাচিত হবে।

পুরষ্কার

  • সেরা তিন লেখককে দেওয়া হবে আকর্ষণীয় পুরষ্কার। কী পুরষ্কার দেওয়া হবে তা শীঘ্রই জানানো হবে।
  • প্রতিযোগিতাটি স্পন্সর করছে ট্যকিয়ন।
  • বিজয়ী নির্বাচন করা হবে লেখার মান ও লেখকের উপস্থাপনার সহজবোধ্যতার উপর।
  • লেখার সাথে অবশ্যই #tachyon ট্যাগটি ব্যবহার করবেন।
  • লেখা জমা দেওয়ার সময় শুরু ১ জানুয়ারি, ২০২৪। সময় শেষ ১০ জানুয়ারি, ২০২৪।

আমাদের ফেইসবুক গ্রুপ https://facebook.com/groups/tachyonts/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।