Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

ইন্টিগ্রেশন বি ২০২৩ রেজাল্ট

ইন্টিগ্রেশন বি ২০২৩ এর সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরির রেজাল্ট নিম্নরূপ

জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম The Antiderivative Artists। টিমের মধ্যে ছিল ব্রিটিশ কলাম্বিয়া স্কুল এন্ড কলেজের মোহাম্মদ আয়ান আদিব শাহ্‌ জাহান ও রাইয়্যান আহসান। প্রথম রানার্সআপ হয়েছে টিম Mathmagicians। টিমের মধ্যে ছিল নটরডেম কলেজের আদনান হাবিব, ঢাকা সিটি কলেজের শাহরিয়ার সালিম ও ঐ কলেজেরই লু’লু ইল মাকতুম। দ্বিতীয় রানার্সআপ হয়েছে টিম Rookie Relativists। টিমের মধ্যে ছিল রাহুল নন্দী, মোহাম্মদ আহনাফ ফায়াজ ও অদিত্য দাস জিতু। উল্লেখ্য ওরা তিনজনই চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী।

সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম The সমাকলন Squad। টিমের মধ্যে ছিল মোঃ আলভি আহনাফ খান, মার্জিয়া খাতুন ও সাবিকুন নাহার সামিয়া। উল্লেখ্য ওরা তিনজনই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর শিক্ষার্থী। প্রথম রানার্সআপ হয়েছে টিম জীবনযুদ্ধে শহীদ। টিমের মধ্যে ছিল বুয়েটের শিক্ষার্থী মুত্তাকিন আহমেদ ও তাহজিব হোসেন খান এবং কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (KAIST) এর আদনান সাদিক। দ্বিতীয় রানার্সআপ হয়েছে টিম BUET_MAS। টিমের মধ্যে ছিল অপূর্ব কুমার, মোঃ সাদ বিন ইউসুফ এবং মুহী জুলফিকার। উল্লেখ্য ওরা তিনজনই বুয়েটের শিক্ষার্থী।

বিস্তারিত রেজাল্ট দেখতে পারবেন নিচের পিডিএফটিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।