Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

অনুষ্ঠিত হলো রাজউক ইন্ট্রা ইনোভেটিভ আইডিয়া হান্ট ২.০

দেয়াল পত্রিকা উপস্থাপন করছে প্রতিযোগীরা
দেয়াল পত্রিকা উপস্থাপন করছে প্রতিযোগীরা

পর্দা নামল রাজউক ইন্ট্রা ইনোভেটিভ আইডিয়া হান্ট ২.০-এর। গত ৬ অক্টোবর, রবিবার রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজে এ অনুষ্ঠান আয়োজিত হয়। রাজউক কলেজ সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই বিজ্ঞানায়োজনে প্রতিষ্ঠানটির দুইশোর অধিক শিক্ষার্থী অংশ নেয়। আনুষ্ঠানিকভাবে আইডিয়া হান্টের উদ্বোধন ঘোষণা করা হয় সকাল ৮টা ২০ মিনিটে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন।
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এতে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। স্কুল পর্যায়ে জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ও সিনিয়র (নবম ও দশম শ্রেণি) এবং কলেজ পর্যায়ে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি থেকে ওয়াল ম্যাগাজিন, ইনোভেটিভ আইডিয়া ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হয়। এসব আয়োজনে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানী ও দর্শকদের আনাগোনায় সারাদিন মুখরিত ছিল রাজউক কলেজ প্রাঙ্গণ।

আইডিয়া হান্টের মূল আকর্ষণ ছিল প্রজেক্ট ডিসপ্লে। বিজ্ঞানের তাত্ত্বিক বিষয়ের ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান প্রদর্শন করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। রিমোট নিয়ন্ত্রিত রোবট, কৃষি ও শিল্পখাতে ব্যবহারোপযোগী স্বয়ংক্রিয় যন্ত্র, টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞানভিত্তিক মডেল ইত্যাদি বিষয়ে নির্মিত প্রায় অর্ধশতাধিক প্রকল্প অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে। এছাড়া দেয়াল পত্রিকার মাধ্যমে বিজ্ঞানের আকর্ষণীয় ও জটিল দিকগুলো সাধারণ মানুষের জন্য বোধগম্য করে উপস্থাপনের জন্যও ছিল পৃথক আয়োজন। সেগমেন্টগুলোর বিচারক ছিলেন রাজউক উত্তরা মডেল
কলেজের অধ্যক্ষ মহোদয় ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, রাজউক কলেজ সায়েন্স ক্লাবের ওআইসি জনাব মো. আখতার হোসেন।

প্রকল্প প্রদর্শনীতে “Integration Comfort and Functionality”-শীর্ষক প্রকল্পের জন্য সেরাদের সেরা নির্বাচিত হয় বাংলা মাধ্যম দিবা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী আফিয়া আমরিন আদৃতা, শারিকা তাসনিম ও লাবনী হাসানের দল। দেয়াল পত্রিকায় বিজয়ী দলে ছিল বাংলা মাধ্যম দিবা শাখায় দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইহানাল জান্নাত আনিশা, লাবিবা নওশিন ও নাফিসা মরিয়াম৷ প্রতিযোগিতা শেষে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে প্রধান অতিথি ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। ইভেন্টটির মিডিয়া পার্টনার ছিল ট্যকিয়ন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।