Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

রাজউক কলেজে আয়োজিত হলো “১ম বৈজ্ঞানিক কল্পকাহিনী ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা ২০২৩”

রাজউক কলেজ সায়েন্স ক্লাব-এর উদ্যোগে মাসব্যাপী আয়োজন এর মাধ্যমে শেষ হলো “১ম বৈজ্ঞানিক কল্পকাহিনী ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা-২০২৩”। ১৪ই এপ্রিল ২০২৩ হতে অনলাইন ও অফলাইনে প্রতিযোগিতার জন্য লেখা আহ্বান করা হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র (৬-৮ শ্রেণি), সেকেন্ডারি (৯-১০ শ্রেণি) ও হায়ার সেকেন্ডারি (১১-১২ শ্রেণি), এই ৩টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

১৪ই এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত চলে লেখা সংগ্রহ। প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক লেখা জমা দেয় শিক্ষার্থীরা । সেগুলো হতে প্রাথমিক যাছাই বাছাই শেষে চূড়ান্ত ফলাফল নির্ধারণের জন্য পাঠানো সম্মানিত বিচারক মন্ডলীদের কাছে। প্রতিযোগিতায় “বৈজ্ঞানিক কল্পকাহিনীর” চূড়ান্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর সকাল রয় এবং “বৈজ্ঞানিক প্রবন্ধের” দায়িত্ব পালন করেন জনপ্রিয় বিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর ইমতিয়াজ অর্ণব (Story head)।

গত ৩১শে মে,২০২৩ তারিখে রাজউক কলেজ সায়েন্স ক্লাবের অরিয়েন্টশন অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরি ও ২ টি সেগমেন্ট মিলিয়ে মোট ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দীন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজউক কলেজ সায়েন্স ক্লাবের ওআইসি এস.কে.মোঃ আক্তার হোসাইন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারক সকাল রয় ও বাংলাদেশের প্রথম এস্পাইরিং এস্ট্রোনট শাহ জালাল জোনাক।

বৈজ্ঞানিক গল্প সেগমেন্টে জুনিয়র ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে আরাফ হাসান, আহসান আনসারী ও মাশরাফি ইসলাম। সেকেন্ডারি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ফাইরুজ ফাইজা ধারা, শাহরিয়ার আবেদীন ও কাজী মুক্তাসিদুর রহমান। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে জেবা আফরিন, তশরিফ আলম ও আরহাম মবারাত।

প্রবন্ধ সেগমেন্টে জুনিয়র ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে আরাফ হাসান , মাশরাফি ইসলাম ও কুহালী ওসমান। সেকেন্ডারি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে রাফিফ আবরার, মো: মুহাইমেন ও প্রত্যুষা এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কাইসান রহমান, খন্দকার মাহা রেজা ও আনিলা রহমান অরোরা।

প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল বিজ্ঞান চিন্তা এবং প্রমোশনাল পার্টনার হিসেবে ছিল ট্যকিয়ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।