Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

গোলকধাঁধা সমাধান করল কোষ

ইংল্যান্ডের লন্ডনে হ্যাম্পটন কোর্ট প্যালেস নামে একটা রাজপ্রাসাদ আছে। এর উঠানে নিচের চিত্রের মতো দেখতে একটি গোলকধাঁধা আছে। এই গোলকধাঁধার ঠিক মাঝে দুইটি গাছ আছে। আপনাকে প্রবেশপথ দিয়ে প্রবেশ করে এই দুইটি গাছের কাছে পৌঁছাতে হবে। কিন্তু কোন পথে গেলে আপনি গাছগুলোর কাছে পৌঁছাতে পারবেন? এই গোলকধাঁধার সমাধান করুন।

কেমোট্যক্সিস নামে এক পদ্ধতিতে এক টিস্যু থেকে আরেক টিস্যুতে কিছু কোষ যাতায়াত করতে পারে। যখন কোনো ভাইরাস বা ব্যকটেরিয়া মানবদেহে আক্রমণ করে তখন রক্তের নিউট্রোফিল কোষগুলো দ্রুততম সময়ের মধ্যে সেই আক্রান্ত স্থানে পৌঁছানোর চেষ্টা করে। বিজ্ঞানীরা একটি গোলকধাঁধা তৈরি করলেন ও তার একপাশে কিছু এমন কোষকে ছেড়ে দিলেন যারা কেমোট্যাক্সিসের সাহায্যে অপর পাশ দিয়ে বের হবে। এই সকল পথের মধ্যে কোন পথটি সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে বের হওয়ার রাস্তা, তা কোষগুলো খুঁজে বের করতে পারে কি না এটাই যাচাই করতে চাচ্ছিলেন বিজ্ঞানীরা। অবশেষে তারা এর ফলাফল হিসেবে বিষয়টা দেখতে সক্ষমও হলেন।

তারা গোলকধাঁধায় কেমোট্যাক্সিস ঘটাতে সক্ষম এমন কিছু আকর্ষক রাসায়নিক দিয়ে দিয়েছিলেন। তারপর গোলকধাঁধার এক প্রান্তে কিছু অ্যামিবা কোষ ছেড়ে দিয়েছিলেন। সেল্‌ফ জেনারেটেড কেমোট্যাক্সিস প্রসেসের মাধ্যমে অ্যামিবারা গোলকধাঁধার প্রবেশ মুখ দিয়ে প্রবেশ করে ও দ্রুততম সময়ের মধ্যে বাহির হওয়ার মুখ দিয়ে গোলকধাঁধা জয় করে বেরিয়ে যায়।

অ্যামিবা কোষেরা গোলকধাঁধার একপাশ দিয়ে প্রবেশ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র:

Tweedy, L., Thomason, P. A., Paschke, P. I., Martin, K., Machesky, L. M., Zagnoni, M., & Insall, R. H. (2020). Seeing around corners: Cells solve mazes and respond at a distance using attractant breakdown. Science, 369(6507), eaay9792.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।