Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

প্লুটো কেন গ্রহ নয়?

লেখক : কে. এম. শরীয়াত উল্লাহ

২০০৬ সালে বিজ্ঞানীরা গ্রহের জন্য সংজ্ঞা ঠিক করবেন। তারা বললেন, গ্রহ হলো এমন মহাজাগতিক বস্তু,

(১) যারা প্রায় সূর্যকে কেন্দ্র করে ঘুরে,

(২) যাদের আকৃতি গোলক বা প্রায় গোলক

(৩) যার কক্ষপথে সে নিজে ছাড়া আর অন্য কোনো বস্তু থাকবে না।

দেখা গেলো, প্লুটো গ্রহ হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তের প্রথম দুটি শর্ত মানলেই তৃতীয় শর্তটি মানেনি। প্লুটোর কক্ষপথে প্লুটো ছাড়া আরো অনান্য মহাজাগতিক বস্তু রয়েছে। প্লুটো কখনো কখনো নেপচুনের কক্ষপথে প্রবেশ করে। এছাড়াও প্লুটোর চাঁদ ক্যারনের ভর প্লুটোর ভরের প্রায় সমান। ফলে প্লুটো ও ক্যারন একটি সাধারণ ব্যারিসেন্টারকে কেন্দ্র করে আবর্তন করে। এটিও একে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট ছিলো। তাই, ২০০৬ সালে বিজ্ঞানীদের একটি সম্মেলনে ভোটের মাধ্যমে প্লুটো গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।