Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

কোনো গ্রহই সূর্যকে কেন্দ্র করে ঘোরে না

লেখক : রুশলান রহমান দীপ্ত

“সৌরজগতের গ্রহ গুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে না” ভুল বললাম কি? না। আসলেই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে না। ঘোরে অন্য কিছুকে কেন্দ্র করে। আসুন বিস্তারিত জানি।

ধরুন, আপনি একটি ১২ সে.মি. এর স্কেল নিলেন। নিয়ে একটি আঙ্গুল দিয়ে ব্যালেন্স করতে চেষ্টা করলেন। খেয়াল করলে দেখতে পারবেন যখন আঙ্গুলকে স্কেলের ঠিক মাঝ বরাবর ৬ সে.মি. দাগের নিচে রাখছেন স্কেলটিকে ব্যালেন্স করা যাচ্ছে। যে পয়েন্টটিতে আপনি ভারসাম্য রাখতে সক্ষম হলেন সেই পয়েন্টটিকে আমরা বলি বস্তুর “ভরকেন্দ্র” বা “Centre of Mass”। একই পরীক্ষাটি যদি আমরা একটি হাতুড়ি নিয়ে করি? দেখবেন এইবার হাতুড়ির মাঝখানটাতে আঙ্গুল রেখে কোনভাবেই ব্যালেন্স করতে পারছেন না। হাতুড়ির যে অংশে লোহা আছে সেই অংশের কাছাকাছি আপনাকে আঙ্গুল রাখতে হবে তাও ভারসাম্য আসবে কিনা সন্দিহান। এই ক্ষেত্রে ভরকেন্দ্র লোহার অংশের কাছাকাছি থাকে। কিন্তু এর সাথে সূর্য আর গ্রহের কী সম্পর্ক?

একটু ভালো করে খেয়াল করলে লক্ষ্য করবেন সূর্য আর যেকোনো একটি গ্রহ হাতুড়ির মতোই একটি সিস্টেম গঠন করে। সূর্য আর একটি গ্রহের সম্মিলিত সিস্টেমের ও একটি ভর কেন্দ্র বিদ্যমান। একে আমরা “কেন্দ্রক” বা “Barycenter” বলি। দুইটি মহাজাগতিক বস্তু মহাকর্ষীয় সিস্টেম (Newton’s two body problem) গঠন করার পর যদি তাদের মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় তবে কোন বস্তুটি কোন বস্তুর চার পাশে ঘুরবে তা নির্ধারণ করবে এই ব্যারিসেন্টার। আদতে মহাজাগতিক বস্তু এই ব্যারিসেন্টারকে কেন্দ্র করে ঘুরে। দুইটি বস্তুর কোনো একটির ভর অপরটির তুলনায় অনেক বেশি হলে ব্যারিসেন্টার যে বস্তুর কাছাকাছি থাকবে সেই বস্তুর চারপাশে অপর বস্তুটি ঘুরতে থাকবে। মনে হবে যেন বড় বস্তুটিকে কেন্দ্র করে ঘুরছে ছোট বস্তুটি। কিন্তু কেন্দ্র যে ব্যারিসেন্টারটি! Binary star system এ যেখানে প্রায় সমান ভরের দুটি তারা তাদের মধ্যবর্তী একটি অদৃশ্য বিন্দুকে মাঝে রেখে কেন্দ্র করে ঘোরে সেই সমস্ত সিস্টেম এ ব্যারিসেন্টারের চাক্ষুষ প্রভাব দেখা যায়।

সূর্য আর অন্যান্য ছোটো গ্রহের তুলনা করলে ব্যারিসেন্টার সূর্যের ভেতরেই থাকে। তাই মনে হয় গ্রহগুলো বুঝি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু বৃহস্পতি গ্রহ ও সূর্যের ব্যারিসেন্টার সূর্য থেকে একটু বাহিরের দিকে থাকে (ছবিতে দেখুন)। সূর্য নিজেরও এই কেন্দ্রকে পরিক্রমণ করার প্রবণতা আছে কিন্তু তা খুবই কম পরিমানে পরিলক্ষিত হয়।

সারকথা

সৌরজগতে সূর্য ও গ্রহ গুলোর সম্মিলিত ভরকেন্দ্র সূর্যের কাছাকাছিই থাকে আর এই ভর কেন্দ্রর আকর্ষণ বলই সৌরজগতকে ধরে রেখেছে। তাই যখন আমরা বলি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে তা সঠিকই কিন্তু যখন বলি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে ভুলটা তখনি হয়।

ব্যারিসেন্টার সম্পর্কে জানতে : ব্যারিসেন্টার

6 comments on “কোনো গ্রহই সূর্যকে কেন্দ্র করে ঘোরে না”

    1. পোস্টে দেওয়া রঙিন কালারের ব্যারিসেন্টার লেখার উপর ক্লিক করুন। যে উইকিপিডিয়া পেইজে যাবেন, সেখানে সকল রেফারেন্স যুক্ত করা আছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।